বিপর্যস্ত ভারত করোনার দ্বিতীয় ঢেউয়ে । তবে এই পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গ সহ ভারতের ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। করোনা বিধি অমান্য করেই এসব রাজ্যে দেদারসে নির্বাচনী প্রচার চলেছে। যা নিয়ে বিরোধী দল তো বটেই, আন্তর্জাতিক মহলেরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতকে। তবে ভারতের মতো গণতান্ত্রিক দেশে কোনভাবেই নির্বাচন বন্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন, ‘যখন একটি অতিমারী আছড়ে পড়ে তখন অনেক কিছু নিয়ে তর্ক হয়। মানুষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক দেশ। ভারতের মতো দেশে নির্বাচন বন্ধ করা যায় না।’

জয়শঙ্কর জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিয়ে আরও বলেন, ‘একমাত্র সময় যখন আমরা নির্বাচন বন্ধ করেছিলাম, তা কয়েক দশক আগে।

আমি তখন অনেক ছোট ছিলাম এবং আমাদের মধ্যে কেউ ফের সেই স্মৃতি ফিরিয়ে আনতে চাই না।’

এস জয়শঙ্কর আরো বলেন, ‘আমরা তর্কপ্রিয় সমাজ। এখানে অনেকেই পয়েন্ট স্কোর করতে চাইবে – বলবে এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষ দায়ী। কেউ বলবে নির্দিষ্ট কোনো নেতা এর জন্য দায়ী। বলবে এখানে একজন মাস্ক পরেনি, ওখানে একজন মাস্ক পরেনি। আমার মনে হয়, এগুলো বন্ধ করতে হবে আমাদের।’

তিনি বিদেশ থেকে সাহায্য নেয়ার বিষয়ে বলেন, ‘আমরা আমেরিকা, সিঙ্গাপুর, ইউরোপের দেশগুলোতে হাইড্রোক্সিক্লোরোকুইন, প্যারাসিটামল পাঠিয়েছি। আমরা কুয়েতে চিকিৎসকদের দল পাঠিয়েছি। কিছু দেশকে ভ্যাকসিন দিয়েছি। এখন যেটাকে সাহায্য বলা হচ্ছে, আমরা সেটাকে বন্ধুত্ব বলছি, সহযোগিতা বলছি।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031