প্রত্যেকেই যার যার বাসায় থেকে করোনার বিরুদ্ধে কাজ করুন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন। আমরা সচেতন থাকলে ইউরোপের মতো সংক্রমণ হবে না। আজ সকালে ধানমন্ডিতে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনজিওগুলো নিজ উদ্যোগে যে কাজ করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টা সেল খোলা রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা জনগণকে করোনার বিষয়ে অবগত করছে। এই নির্দেশনা যেন সবাই মেনে চলেন। চুরি ডাকাতি যাতে না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলে তিনি জানান।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
