করোনাভাইরাস ঠেকাতে সাবধানতার কোনো মাইর নাই। সাবধানতা অবলম্বন করলেই কেবল এই ভাইরাসকে ঠেকানো যাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন। শুধু ভ্যাকসিনের মাধ্যমে যে করোনা ঠেকানো যাবে তা না।
তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। ব্রিটিশ প্রাইম মিনিস্টারও আক্রান্ত হয়েছিলেন। সেখানে বাংলাদেশ করোনাভাইরাসকে অনেক নিয়ন্ত্রণে রেখেছে।
রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্বোধন করা হয়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সারাদেশে প্রায় দুই লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের প্রায় এক লাখ ২০ হাজার সেন্টার রয়েছে যেখানে ‘এ’ ভিটামিন খাওয়ানো ব্যবস্থা রয়েছে। সেখানে শিশুর মায়েরা তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবেন। আজকে থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।’

তিনি বলেন, ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে শিশু খর্বকায় বা লম্বা হয় না-এটাও কিন্তু কমে আসে। আমাদের দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইনটি খুবই সফল হয়েছে। প্রায় ৯৮ শতাংশ শিশুরা ভিটামিন ‘এ’ পাচ্ছে। মায়েরা যেন তাদের শিশুদের ভরা পেটে ‘এ’ ক্যাপসুল খাওয়ান। অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন না। সুস্থ হলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ব্যবস্থা করা হয়েছে।’
করোনা মোকাবিলায় মন্ত্রণালয়ের সরকার সফল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গত ৭-৮ মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সফলতার সঙ্গে বৈশ্বিক মারামারি করোনা মোকাবিলা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিওএইচও) বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী একাধিকবার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য বড় পাওনা।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহারা বানু, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আহমেদ মুয়াজ, কোভিড জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদ্ল্লুাহ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031