শুক্রবার দুপুর পর্যন্ত বিভাগের আট জেলায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫০৪ জন। রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ১২৪ জন, জয়পুরহাটে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়ায়। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১১৭ জন।

শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়পুরহাটের ১২৪ জনের মধ্যে ১১১ জনই হাসপাতালে ভর্তি আছেন। এ জেলায় সুস্থ হয়েছেন ৩৩ জন। এ পর্যন্ত কেউ মারা যাননি। আর বগুড়ায় হাসপাতালে আছেন ২৬ জন। সুস্থ হয়েছেন ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রাজশাহী জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩২ জন। সুস্থ হয়েছেন আটজন। একজন মারা গেছেন। প্রতিবেশী জেলা নাটোরেও একজন মারা গেছেন। এছাড়া সিরাজগঞ্জে মারা গেছেন একজন। নাটোরে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এ পর্যন্ত কেউ সুস্থ হননি। সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা ১৯ জন। সুস্থ হয়েছেন তিনজন, একজন হাসপাতালে আছেন।

এদিকে চাঁপাইনবাবগেঞ্জ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৬ জন। সাতজন হাসপাতালে আছেন। দুইজন সুস্থ হয়েছেন। নওগাঁয় আক্রান্তের সংখ্যা ৯২ জন। সুস্থতা পেয়েছেন ৩৪ জন। হাসপাতালে আছেন চারজন। পাবনায় আক্রান্তের সংখ্যা ২৬ জন। এ জেলায় কেউ হাসপাতালে নেই। একজন সুস্থ হয়েছেন।

রাজশাহী বিভাগে আক্রান্ত ৫০৪ জনের মধ্যে মোট সুস্থ আছেন ৯৮ জন। হাসপাতালে আছেন ১৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, প্রতিদিনই নতুন নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে। গেল ১২ এপ্রিল বিভাগের রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে মানুষের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031