রাজধানীর ইমপালস হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে । প্রধানমন্ত্রীর নির্দেশে হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া নেয়া হয়েছে। শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.
বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর প্রচেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল এর সমর্থন ও মধ্যস্থতায় স্বল্পতম সময়ে এই
হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ভাড়া করা হয়েছে।
পুলিশের এই
মুখপাত্র আরো বলেন, মঙ্গলবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস
হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই ইমপালস
হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা প্রদান শুরু হবে।
