করোনা ভাইরাস গোটা বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম । ভাইরাসের ক্ষমতা কেমন আর মানুষ কত সহজেই দ্রুত মারা যেতে পারে সেটা দেখিয়ে দিয়েছে এই করোনা। দিনদিন ক্রমেই ছড়িয়ে পড়তে প্রাণঘাতি করোনা ভাইরাস। করোনা একটি ভাইরাসই নয়, মনে হচ্ছে বিশ্বের কাছে মৃত্যুপুরী একটি চ্যালেঞ্জ। ভাইরাসটি অনেক দিন অতিবাহিত হওয়ার পরও এখনো কোনা টিকা বা প্রতিষোধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে একদিনেই মরতে হলো ৯৭ জনকে।

গত বছরের ডিসেম্বরে শনাক্ত হওয়ার পর এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। চীনের ভূ-খণ্ডে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। সেখানে মৃত্যুর সংখ্যাটি ৯০৮ জনে গিয়ে দাঁড়িয়েছে। যে কারণে স্বাস্থ্যসংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এমনই এক পরিস্থিতিতে যেতে হচ্ছে দক্ষিণ কোরিয়া।

ট্রানজিট চীনের গুয়াংজু আন্তর্জাতিক বিমান বন্দর। এ, কী? এখনে যেন ভয়ঙ্কর অভিশপ্ত জনমানবশূন্য ভুতুড়ে জায়গা। যেখানে সবসময় কয়েক লাখ যাত্রীর সমাগম হতো এই বিমানবন্দরে। ৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টা। বিমানবন্দরের এমন দৃশ্য দেখে বিমূঢ় হয়ে গেলাম। বিমান বন্দরের গুটি কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ছাড়া কোনো তেমন কোনো মানুষকে দেখা যায়নি। ইমিগ্রেশন কাউন্টারে একজনই কর্মকর্তা ছিলেন। সকাল ১০টায় চীন থেকে ফ্লাইট ছাড়ল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য। সেই বিমানটিতে হাতে গুনা ১৬ জন আরোহী ছিলেন। তার মধ্যে পাঁচজন বাংলাদেশি, সাতজন কোরিয়ান, বাকি চারজন চায়না। যদিও তার পরের দিনই বাংলাদেশ থেকে চীনের গুয়াংজু শহরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

দুপুর ২টা কোরিয়ার ইনচন এয়ারপোর্টে। কড়ানিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে চীন থেকে আসা ফ্লাইটের ওপর। বিমান থেকে নামার পরপরই মেডিকেল টিম। সেখানে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হয়। আলাদাভাবে চেকআপের পর বিমান বন্দরের কর্তব্যরত কয়েকজন কর্মকর্তার অধিনে ইমেগ্রেশনে নিয়ে যায় চীনের ফ্লাইট থেকে নামা সব যাত্রীকে। এই সব যাত্রীর জন্য চারদিকে বেষ্টনী স্থাপন করে আলাদা ইমিগ্রেশন কাউন্টার খুলেছে দক্ষিণ কোরিয়ার ইনচন এয়ারপোর্ট। সেই ইমেগ্রেশন কাউন্টারের সামনে বসানো আছে আরো একটি মেডিকেল টিম। কোনো যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত কি না? তা আবার পরীক্ষা নিরীক্ষা করে কোয়ারানটিন সার্টিফিকেট দেয়া হয়। যদি কোনো ব্যক্তি কোরোনাভাইরাস আক্রান্ত এমন সন্দেহ হলে তাকে সাথে সাথে হসপিটালে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। সেই মেডিকেল টিমের চারপাশে বসানো হয়েছে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য স্পেশাল ক্যামেরা।

দক্ষিণ কোরিয়াতে এ নিয়ে ২৫তম করোনা ভাইরাস সংক্রমণের রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কোরিয়া স্বাস্থ্য অধিদপ্তর। এই ২৫তম রোগী হলেন ৭৩ বছর বয়সী কোরিয়ান মহিলা। সেই মহিলা তার পুত্র এবং পুত্রবধূর সাথে চীনের গুয়াংডং প্রদেশে ঘুরতে গিয়েছিলেন। দর্শনার্থীর পরিবার গত বছরের নভেম্বর থেকে এই বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত গুয়াংডং-এ সফর করেছে বলে মেডিকেল অ্যাসবার্ব সূত্রে প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়ার কোনো বিদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসা দায়িত্ব নেবে দেশটির সরকার। এছাড়াও কোনো অবৈধভাবে দেশটিতে অবস্থানরত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এর জন্য তাকে দেশে ফেরত পাঠানো হবে না বলে একটি নোটিশ জারি করেছে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এদিকে রাষ্ট্রীয়ভাবে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস মোকাবিলায় সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে সবাইকে নিয়মিত সাবান দিয়ে হাত ভালোভাবে ধোয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য অধিদপ্তর। সবসময় সার্জিক্যাল মুখোশ পরা ও হাঁচি-কাশির সময় নাক মুখ ঢেকে রাখারও পরামর্শ দিয়েছে এই অধিদপ্তর।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031