করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (৪৮) ও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এক বাসিন্দার (৪৫) । নেত্রকোনা থেকে পাঠানো তাদের নমুনা শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সন্ধ্যা ছয়টায় খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোনায় এই প্রথম দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একজন খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও অপরজন সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের। গ্রামের আক্রান্ত ওই ব্যক্তি ঢাকা থেকে কয়েক দিন আগে বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট সমস্যা থাকায় বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়েছিল। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্সের নমুনাও ময়মনসিংহ মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে দুই জনেরই করোনা পজিটিভ এসেছে। ইতিমধ্যে আক্রান্ত নার্স অনেক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন ।
তাই সতর্কতার স্বার্থে ওই গ্রাম ও হাসপাতালটি লকডাউন করে দেয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্ত নার্সের কাছ থেকে কতজন সেবা নিয়েছেন, তাদেরও খোঁজ চলছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন থেকে তারা আক্রান্ত হতে পারেন।
