মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কেন্দ্র হয়ে উঠেছে। এই অদৃশ্য শত্রুর প্রকোপে ঘায়েল বিশ্বের ক্ষমতাধর দেশটি। এবার করোনাভাইরাস নিয়ে গবেষণার অংশ হিসেবে একটি শহরের সব বাসিন্দাকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার বলিনাস শহরের বাসিন্দাদের ওপর শুরু হয়েছে এই পরীক্ষা। ম্যারিনের একটি সমৃদ্ধশালী সমুদ্র তীরবর্তী শহর হল বলিনাস। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিসকোর সঙ্গে মিলে শহরের মোট ১৬৮০ জন নাগরিকের করোনা পরীক্ষার জন্য ফান্ড তৈরি করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
যুক্তরাষ্ট্রের এই শহরে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। তবে এখানে এমন অনেক বাসিন্দা রয়েছেন, যাদের বয়স ৬০ এর বেশি। আর এই বয়স্ক ব্যক্তিদেরই ভাইরাসে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। আপাতত জানা গিয়েছে, গবেষকরা গ্রাম ও শহর উভয় অঞ্চলে এই রোগের প্রকোপ পরীক্ষা করবেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫১৪ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৩৮৯ জন।
