করোনা মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্ব এবং উপস্থাপক হানিক সংকেত । গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সচেতন হবার এই আহ্বান জানান।
হানিফ সংকেত বলেন, ‘প্রিয় দর্শক আজ একটি অত্যন্ত জরুরি প্রয়োজনে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনারা সবাই জানেন, অতি সম্প্রতি আবিস্কৃত হওয়া করোনা ভাইরাস সম্পর্কে। এটি একটি বৈশ্বিক দুর্যোগ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস থেকে সংক্রমিত রোগের নামই হচ্ছে কভিড-১৯। ২০১৯ সালের ডিসেম্বর চীনের উহান শহরে শুরু হওয়ার আগ পর্যন্ত এই নতুন ভাইরাস ও রোগটি সবার কাছে ছিল অজানা।’
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘এই রোগ থেকে মুক্তি পেতে হলে এই মুহূর্ত থেকে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরায় পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কারোরই যাওয়া উচিত হবে না। মনে রাখতে হবে। আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এই রোগের ঝুঁকিতে আছি। তাই প্রয়োজন সচেতনতা, সতর্কতা।
‘বিশ্বস্বাস্থ্য সংস্থা, সরকার, চিকিৎসক এবং সর্বস্থরের সচেতন মানুষ এব্যাপারে সবাইকে সচেতন করছেন। তাদের নিদের্শনাগুলো সবার নিরাপত্তার স্বার্থে মেনে চলা উচিত। শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। অন্যদেরও সচেতন করতে হবে। আপনার অসেচতনতার কারণে অন্য কেউ যেমন এই ভাইরাসে আক্রান্ত হতে পারে তেমনি, অন্যের অসেচতনার কারণে আপনিও আক্রান্ত হতে পারেন। সুতরাং নিচে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে থাকতে সাহায্য করুন।’
করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানো বন্ধ করতে আহ্বান জানিয়ে হানিফ সংকেত বলেন, ‘প্রিয় দর্শক আরেকটি কথা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাস সম্পর্কে মনগড়া নানান তথ্য প্রদান করছেন। দিচ্ছেন নানান ধরনের পরামর্শ। কেউবা ছড়াচ্ছেন গুজব। যা অনেকের মধ্যেই বিভ্রান্তি এবং আতঙ্কের সৃষ্টি করছে। যা শুধু নিন্দনীয়ই নয়, অপরাধও বটে।’
