অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম করোনাভাইরাসের বৈশ্বিক এই সংকটে মানুষের ধর্মীয় চাহিদা পূরণে সংকটকালীন জাতীয় ফেকহি টিম গঠন করেছে । টিমে স্বেচ্ছায় নিরলস কাজ করে যাচ্ছেন একদল গ্রহণযোগ্য ইসলামি ফেকাহবিদ। টিমে চলমান যেকোনো বিষয়ের সমাধান ও পরামর্শের জন যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

জাতীয় ফেকহি টিমে প্রধান মুফতি মিজানুর রহমান সাঈদসহ রয়েছেন বিচক্ষণ ১১ জন মুফতি। তারা হলেন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মহাপরিচারক ও প্রধান মুফতি, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টার, কুড়িল, ঢাকা, ০১৮১৯২৫১০৭০; মুফতি দেলোয়ার হোসাইন, মহাপরিচালক ও প্রধান মুফতি আকবর কমপ্লেক্স মিরপুর, ঢাকা, ০১৭১১১৫৩০২৯; মুফতি মুহাম্মদ আলী, মহাপরিচালক ও প্রধান মুফতি, ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা, ঢাকা, ০১৭১২২২৩৯২৬; মুফতি শামসুদ্দিন জিয়া, প্রধান মুফতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, ০১৮১৯৬৬৫১১৩।

টিমে আরও রয়েছেন, মুফতি মঈনুল ইসলাম, প্রধান মুফতি, ইসলামিক ফিকহ একাডেমি ঢাকা, ০১৭৭৬২৭২৫২৭; মুফতি এনামুল হক, মুফতি, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা, ০১৮১৭৫৭৯৩৪৭; মুফতি তাউহিদুল ইসলাম, মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর (সাত মসজিদ), ০১৮১৬৩৬৭৯৭৫; মুফতি মুহাম্মদ হারুন, প্রধান মুফতি, জামিয়া শ্যারইয়া মালিবাগ ঢাকা, ০১৭২০২৮১৪৪৯।

এছাড়াও রয়েছেন, মুফতি রুহুল আমীন, নায়েবে মুফতি, আল মারকাযুল ইসলামী, কেরানীগঞ্জ, ঢাকা, ০১৯২০৮০৩৪২৮; মুফতি আবুল কালাম আনছারী, সহকারী মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা, ০১৯২৮২০৩১৪১; মুফতি ছফিউল্লাহ, মুফতি, দারুল কোরআন শামসুল উলুম, চৌধুরীপাড়া ঢাকা, ০১৬২৯২৩১১৪৭।

এ বিষয়ে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, করোনা সংকটের এই সময়ে ধর্মীয় নতুন নতুন বিষয় সামনে আসছে। সঠিক সিদ্ধান্তের পাশাপাশি কিছু বিভ্রান্তিও ছড়াচ্ছে। তাই জনমানুষের কথা বিবেচনা করে আওয়ার ইসলাম একটি জাতীয় ফেকহি টিম গঠনের উদ্যোগ নিয়েছে। আপনাদের ফেকহি বিষয়ে পরামর্শ দানে আমরা প্রতিশ্রুতিশীল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031