মঙ্গলবার সকালে বনানী ডিওএইচএসের ২ নম্বর রোডের ৫৩/এ নম্বর বাসার চার তলার একটি ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ভাষানটেক থানা পুলিশ।রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে অবসওে যাওয়া অধ্যাপক আলী হোসেন মালিককে হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নির্মাণকাজ শেষ পর্যায়ে চলে আসা ভবনটির ওই ফ্ল্যাটে আগের রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। তিনি গত তিন বছর ধরে মালয়েশিয়া প্রবাসী সৈয়দ হামদুজ্জামান বাবলুর এই ভবনটির নির্মাণকাজ তদারক করছিলেন। চতুর্থ তলায় তার পাশের কক্ষেই থাকতেন কিছুদিন আগে কাজে যোগ দেওয়া সাইফুল ইসলাম। ভবনটির নিরাপত্তা প্রহরী সেলিমও সেখানে থাকতেন। এই ঘটনা প্রকাশ হওয়ার আগে সকালেই সাইফুল ইসলাম সেখান থেকে সরে পড়েন। সাইফুলই তাকে খুন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। কেন তাকে খুন করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।
সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনানী থানা পুলিশ। ছুটে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংগ্রহ করে ঘটনাস্থলের ক্রাইম সিন। এরপর বনানী থানার উপ পরিদর্শক আফিস ইকবাল লাশ উদ্ধার করেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
