বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল কাউন্সিলর হয়ে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন । স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতুও আছেন তাঁর সঙ্গে। তাঁরা দুজনই ফরিদপুর জেলা আওয়ামী লীগ থেকে প্রতিনিধিত্ব করবেন।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ কাউন্সিলদের যে তালিকা কেন্দ্রে পাঠিয়েছে তাতে পুতুল ও মাশরুর হোসেনের নাম আছে। যদিও এর আগে জানানো হয়েছিল পুতুল ঢাকা মহানগর দক্ষিণ শাখা থেকে কাউন্সিলর হচ্ছেন।

আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কাউন্সিলদের হাতেই থাকে। তাদের ভোটেই কমিটি গঠিত হয়।

শিশু মনোরোগ বিশেষজ্ঞ সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে কাজ করছেন। তিনি গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্টের সদস্য।

খন্দকার মাশরুর হোসেন মিতু বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি এবং পুতুল দুজনই কানাডা প্রবাসী।

সম্মেলনে রংপুর আওয়ামী লীগ থেকে কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও বিশিষ্ট প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ঢাকা মহানগর উত্তর শাখা থেকে কাউন্সিলর হয়েছেন। তাঁর মা বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিল হিসেবে সম্মেলনে যোগ দেবেন।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এইচএফ/জেবি)

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031