পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সভাপতি আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে মৌলভীবাজার । এ ঘটনায় কলেজ গেইট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে থাকা ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু জানান, তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. পিন্টু আহমদ এর সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। কার্যালয়ে থাকা ৪ জন সমর্থক গুরুতর আহত হন। কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কু গণমাধ্যম কর্মীদের জানান, পিন্টুর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবসহ প্রায় ৬০-৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালায়। একই সময়ে কোর্ট মার্কেটে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালানো হয়।

ভাংচুর চালানো হয় মক্কুর ব্যক্তিগত গাড়িও। আহত বাবুল মিয়া, বিলাল মিয়া, আব্দুল বাছিত ও মোহিত মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিলাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ আইনগত প্রদক্ষেপ নেবে পুলিশ।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031