আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ১২ই নভেম্বরের সমাবেশের অনুমতির ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে চাহিদা অনুযায়ী আওয়ামী লীগকেও অনুমতি দেয়নি পুলিশ। বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেসকোর স্বীকৃতি উপলক্ষে আজ বুধবার বিকালে জাতীয় জাদুঘরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন,অনুমতি দেবে পুলিশ। আওয়ামী লীগ তো অনুমতি দিতে পারবে না। আমাদের সমাবেশের অনুমতিও দেয়নি পুলিশ।

 আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি ৯ তারিখের বদলে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু বন্ধ করে দিয়েছে। অনুমতি দেয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। সেই দিন গণতন্ত্র কোথায় ছিল? এখন গণতন্ত্রের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা বহুবার অনুমতি চেয়েছি। অনুমতি দেয়া হয়নি। যদিও অনুমতি দিয়েছে সমাবেশস্থল পণ্ড করা হয়েছে। পুলিশ দিয়ে লাঠিপেটা করা হয়েছে।
২১শে আগস্ট হামলার কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা অফিসের সামনে সমাবেশ করছিলাম। তখন রক্তাক্ত করা হয়েছিল। মানুষ মারা হয়েছিল বোমা মেরে। বিএনপিকে তো আর এ অবস্থায় পড়তে হয়নি। বিএনপিকে জিয়াউর রহমানের কবরে যেতে বাধা দেয়া হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিজে বলেছেন, জিয়ার মাজারে যেতে অনুমতি দেয়া হয়েছিল। কোনো বাধা দেয়া হবে না। কিন্তু বিএনপি না গিয়ে বলছে সরকার অনুমতি দেয়নি। এ বিষয়টি নিয়ে বিএনপি মিথ্যা কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031