গতকাল মঙ্গলবার (২৬ জুন) কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কাপ্তাই সড়কে অটোরিকশা–অটোটেম্পো শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো: রবিউল মাওলা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হাজী আবদুল নবী লেদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: আরিফ, যুগ্ম সম্পাদক মো: বখতিয়ার। সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ বলেন, মহানগরীতে চার হাজার সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান ও বিভিন্ন রুটে আরটিএ এর সিদ্ধান্ত মোতাবেক মেকজিমা, মাহেন্দ্র ও পিয়াজো গাড়ির রুট পারমিট প্রদানসহ অন্যান্য দাবিতে ২৭ জুন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভা আহ্বান করেছে। তাই ফেডারেশনের নির্দেশে ২৭ জুন (আজ) কাপ্তাই সড়কে অটোরিকশা–অটোটেম্পো শ্রমিক ধর্মঘট স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি। এসময় আরো উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, মো: আলম, মো: আজিজুল হক, মো: কামাল ভান্ডারী, মো: আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন মো: মানিক, মো: হাসান, মো: রাসেল, মো: আবুল হোসেন, মো: শাহেদ রানা, মো: ভুট্টু হাওলাদার, মো: জাফর, মো: শাহেদ আলী, মো: রাশেদুল ইসলাম, মো: মেহেদী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
