ঢাকা আসছেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র মহাসচিব ড. ইউসেফ বিন আহমদ আল ওতাইমিন। ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগামীকাল (বুধবার) ৪ দিনের সফরে আসছেন তিনি। মহাসচিব হিসাবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়Ñ সফরকালে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওআইসি মহাসচিব। বৃহস্পতিবার পৃথক সময়ে ওই সাক্ষাৎ হবে। এ ছাড়া একই দিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও তার বৈঠক হবে। মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী একটি নৈশভোজ আয়োজন করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ঠা আগস্ট মহসচিব ড. ওতাইমিন কক্সবাজার সফর করবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বসবাসস্থল কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। কক্সবাজারের আশপাশে অস্থায়ী আশ্রয়ে থাকা রাখাইনের মুসলমানদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি। তাদের প্রতি ওআইসির সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করবেন। কক্সবাজার সফরকালে স্থানীয় প্রশাসন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে মাঠ পর্যায়ের (গ্রাউন্ড রিয়েলিটি) বাস্তব পরিস্থিতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন মহাসচিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সফর ওআইসি মহাসচিবের বাংলাদেশকে আরো ভালোভাবে জানা-বুঝার সুযোগ করে দেবে। বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এটি প্রতিনিয়ত বাড়ছে। মুসলিম উম্মাহ এবং ওআইসি’র বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃবৃন্দের যে ভাবনা এবং সুপারিশ তা মহাসচিবের সরাসরি জানার সুযোগ ঘটবে আসন্ন সফরে। আগামী বছরে ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে ঢাকায়। সফরকালে বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠেয় ওই মেঘা ইভেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়াদি নিয়েও কথা হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031