গত ২৪ ঘণ্টায় দেখা দেয়া তার বেশ কিছু উপসর্গ খুবই উদ্বেগজনক।মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনো করোনা থেকে সেরা ওঠার পর্যায়ে আসেননি। প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও শনিবার সকালে সংবাদ সম্মেলনে একজন চিকিৎসক জানিয়েছিলেন ট্রাম্প ভালো আছেন। তিনি বলেছিলেন, ট্রাম্প তাদের বলেছেন যে, আজকেই এখান থেকে বেরিয়ে যেতে পারব বলে আমার মনে হচ্ছে। তবে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত ওই ব্যক্তি বলেছেন, ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা খুবই ‘ক্রিটিকাল’। করোনা সংক্রমণ ধরা পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকালে হোয়াইট হাউস থেকে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে গিয়ে ভর্তি হন ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি শনিবার হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের শ্বাসকষ্ট দেখা দেয়নি এবং তাকে অক্সিজেন দেওয়া লাগছে না।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্কদের ঝুঁকিই সবচেয়ে বেশি। ৭৪ বছর বয়সী ট্রাম্প সেই বয়স শ্রেণিতেই পড়েছেন।
