তামিম ইকবাল দারুণ খেলছিলেন । এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। অজি পেসার প্যাট কামিন্সের অসাধারণ এক বাউন্সার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। অন-ফিল্ড আম্পায়ার প্রথমে তামিমকে আউট দেননি। কিন্তু অজি অধিনায়ক স্টিভেন স্মিথ রিভিউ নেন। রিভিউতে ধরা পড়ে যে বল হালকাভাবে তামিমের গ্লাভস ছুঁয়ে চলে গেছে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে।
আজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘যে বলে আউট হয়েছি আসলে আমার কিছু করার ছিল না। ইচ্ছা ছিল সেঞ্চুরি করার। কিন্তু সেটি হয়নি। উইকেট হচ্ছে আনপ্রেডিক্টেবল। প্রথম ইনিংসেও যেভাবে আউট হয়েছিলাম সেক্ষেত্রেও আমার কিছু করার ছিল না। ওই ইনিংসেও আমার লক্ষ্য ছিল সেঞ্চুরি করার। কিন্তু কোনও ইনিংসেই হয়নি’।
২০০৮ সালের জানুয়ারিতে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিম ইকবাল। অভিষেত ম্যাচে দুই ইনিংসেই অর্ধশত করেছিলেন তিনি। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৫৩ ও ৮৪।
মিরপুরে তিনি এখন ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন। এই ম্যাচেও তিনি দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। দুই ইনিংসে তার রান সংখ্যা যথাক্রমে ৭১ ও ৭৮।
গত রবিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগাররা প্রথম ইনিংসে ২৬০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২১৭ রান সংগ্রহ করে অলআউট হয়। ফলে, প্রথম ইনিংস শেষে ৪৩ রানের লিডে থাকে বাংলাদেশ।
এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ফলে, জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৬৫ রান। আজ এই লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। ডেভিড ওয়ার্নার ৭৫ রান করে ও স্টিভেন স্মিথ ২৫ রান করে অপরাজিত আছেন।
