কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবাহ ভারতে এসেছেন ৮৮ বছর বয়সী উন্নত চিকিৎসা নিতে ৮ স্ত্রী ও পরিবারের আরও ২৮ সদস্যসহ । তিনি উত্তর প্রদেশের গ্রেটার নয়ডারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই এখানকার একটি বিলাসবহুল রিসোর্টে উঠেছেন। হাসপাতালটি থেকে রিসোর্টের দূরত্ব ৯ কিলোমিটার। তা সত্ত্বেও হাসপাতালে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করছেন আমিরের পরিবারের সদস্যরা। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানায়, রোববার ব্যক্তিগত সফরে ভারতের উদ্দেশে রওনা হন আমির ও তার পরিবার। ব্যক্তিগত বিমানে দিল্লি নামার পর হেলিকপ্টারে গ্রেটার নয়ডা আসেন আমীর এবং তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ আমিরের অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তার চিকিৎসার জন্য ২০ সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
