albd-2রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক, তা আমরা সহ্য করব না। আমরা এই নীতিতে বিশ্বাসী।

বুধবার যশোর বিমান ঘাটিতে একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, যে জাতি সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না। সেই জাতি কোনো দিন বড় হতে পারে না।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, দেশ প্রেমিক সৈন্যরা জীবন দেন, কিন্তু আত্মসমপর্ণ করেন না।’

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড চত্বরে পৌঁছলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল আলম তাকে স্বাগত জানান।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930