আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এজন্য প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্ন আসে না বলে মন্তব্য করেছেন । আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামতকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ নিয়ম নেই উখে করে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের নিয়ম কোনো গণতান্ত্রিক দেশে নেই। নির্বাচনে অংনশগ্রহন করা না করা বিএনপির নিজস্ব বিষয়। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা করা হবে।
আর নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।
এসময় তিনি আরো বলেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে আন্দোলনে ব্যার্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে। বিএনপিকে আন্দোলন করতে হলে জনগণের কাছে যেতে হবে বলেও এসময় পরামর্শ দেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপি জনগণের কাছে না গিয়ে আন্দোলনে ব্যার্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে। বিএনপিকে আন্দোলন করতে হলে জনগণের কাছে যেতে হবে বলেও এসময় পরামর্শ দেন তিনি।