বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রিকেট ম্যাচে বিরাট কোহলিসহ ঘোষিত ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এশিয়া একাদশের হয়ে খেরার জন্য ভারতীয় ক্রিকেটারদের নাম ঘোষণা করা হলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো ক্রিকেটারের নাম এখনও পাঠায়নি বিসিসিআই।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এশিয়া একাদশে ছয় ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা হয়েছিল৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও এশিয়া একাদশের হয়ে যে ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা করেছে, তারা হলেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি৷ কিন্তু শুক্রবার বোর্ড সুত্রের খবর বলে পিটিআই জানিয়েছে, এখনও কোনও ক্রিকেটারের নামই পাঠায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দু’টি টি-২০ সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ দু’টি হওয়ার কথা ২১ ও ২২ মার্চ৷ কিন্তু ভারতীয় দল ছয় সপ্তাহের নিউজিল্যান্ড সফর থেকে ফিরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে৷ ৬ মার্চ নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার কথা বিরাটবাহিনীর৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ১২ মার্চ ধরমশালায়৷ তার আগে অর্থাৎ ১০ মার্চ ধরমশালায় জড়ো হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ লখনৌতে৷ আর শেষ ম্যাচ ১৮ মার্চ কলকাতায়৷ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের দু’সপ্তাহের মধ্যেই শুরু হবে আইপিএল৷ ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচ ২৯ মার্চ৷

এই সময়ের ব্যবধানে ঢাকায় এশিয়া একাদশের হয়ে কোহলিদের ম্যাচ খেলা নিয়ে সংশয় রয়েছে৷ সুত্রের খবর, বিসিবি ১০ জন ক্রিকেটারের নাম পাঠিয়েছে৷ এর মধ্যে পাঁচজন ক্রিকেটারকে পাঠাতে বলা হয়েছে৷ তবে বোর্ড এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারের নামে সম্মতি দেয়নি৷ অধিনায়ক কোহলিসহ বাকিদের কর্মব্যস্ততার কথা মাথায় রেখেই ঢাকায় খেলার জন্য ক্রিকেটারদের নাম পাঠাবে বিসিসিআই৷

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031