আমরা চেষ্টা করছি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন। আদালত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক কাজ চলছে। আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বলেন, একজনের অনেক বক্তব্যে মনে হচ্ছে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। আমি আশ্বস্ত করতে চাই কোন যুদ্ধ চলছে না। বিচার বিভাগের একজন কোন বিষয় নয়। বিচার বিভাগ মানে অনেককে নিয়ে।
আজ সকালে যশোরের আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর এবং চিফ চুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন মন্ত্রী। এসময় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলাম, জেলা জজসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি শরিফ আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জাফর, জেলা দায়রা জজ আমিনুল ইসলাম, এডভোকেট কাজী আব্দুস শহীদ লাল প্রমূখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031