ট্রাফিক পুলিশের একজন সদস্য মৃত্যুবরণ করেছেন রাজধানীর রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা । ট্রাফিক পুলিশের এই কনস্টেবলকে রোববার রাতে রাজারবাগ হাসপাতালে নেয়া হয়েছিল। আর সোমবার সকালে তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী জানান, তার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাতে ফলাফল নেগেটিভ আসে। মৃত্যুর পর তার নমুনা ফের আইইডিসিআর’এ পাঠানো হয়েছে।
জানা যায়, তার লাশ এখন হিমঘরে রয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে। এই কনস্টেবলের বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। জ্বর-কাশি হওয়ায় গত ১৫ই এপ্রিল থেকে কোয়ারেন্টিনে ছিলেন তিনি।।
