বাংলাদেশ ইংল্যান্ডের পর এবার নিজেদের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকেও টেস্ট হারালো । ঢাকার মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জয় ২০ রানের। চতুর্থ ইনিংসে ২৬৫ রানের টার্গেট সামনে নিয়ে অস্ট্রেলিয়া ২৪৪ রানে অলআউট হলো। দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ৫, তাইজুল ইসলাম ৩ ও মেহেদি হাসান মিরাজ নিলেন ২ উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যথাক্রমে ২৬০ ও ২১৭ রান করে। ৪৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়। এতে জয়ের জন্য চতুর্থ ইনিংসে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ২৬৫ রান। এই টার্গেট সামনে নিয়ে ২ উইকেটে ১০৯ রানে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ ২৫ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৭৫ রানে অপরাজিত থাকেন। আজ চতুর্থ দিন সকাল থেকে দারুণ ব্যাটিং করে যান তারা। তবে তৃতীয় উইকেটে ১৩০ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ১১২রান করা ডেভিড ওয়ার্নারকে এলবিডাব্লিউ করে ফেরান তিনি। এরপর স্মিথকে মোস্তাফিজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সেই সাকিব। অজি অধিনায়কের রান তখন ৩৭। এরপর হ্যান্ডসকম্বকে ১৫ ও অ্যাশটন অ্যাগারকে ২ রানে ফেরান তাইজুল ইসলাম।
চতুর্থ দিন লাঞ্চ থেকে ফিরে প্রথব বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে ফেরান সাকিব হাসান। এরপর নাথান লায়নকে ফেরান মেহেদি হাসান মিরাজ। এর আগে ম্যাচে উত্তেজনা ফেরান সাকিব আল হাসান। সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার ও ভয়ঙ্কর স্টিভেন স্মিথকে ফেরান তিনি। এরপর তাইজুল ইসলাম হানেন জোড়া আঘাত। অথচ দিনের শুরুতে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031