কর্তৃপক্ষ একজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার ফলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে । শনিবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, ওই ক্লিনিকে ৭০ জন রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে দায়িত্ব পালন করছিলেন ওই চিকিৎসক। যুক্তরাষ্ট্র থেকে ২৯শে ফেব্রুয়ারি মেলবোর্ন ভিত্তিক জেনারেল প্রাকটিশনার ওই চিকিৎসক দেশে ফিরেছেন। ডেনভার থেকে তিনি সান ফ্রান্সিসকোতে যান সম্প্রতি এক অভ্যন্তরীণ ফ্লাইটে। সান ফ্রান্সিসকো থেকে যান মেলবোর্নে। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ০০৬০তে করে তিনি সফর করার সময় থেকেই সর্দিতে আক্রান্ত হন। এ কথা জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকোস।
এরপর ২রা মার্চ থেকে ৬ই মার্চের মধ্যে তিনি প্রায় ৭০জন রোগির চিকিৎসা দেন। জেনি মিকাকোস বলেন, ওই চিকিৎসক যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কাই বেশি। তিনি যে ক্লিনিকে কাজ করতেন তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে করোনায় জরুরি অবস্থা কাটাতে চারটি বিশেষ করোনা ক্লিনিক খোলা হয়েছে মেলবোর্নে।
ওদিকে নিউ সাউথ ওয়েলসে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ নিয়ে অস্ট্রেলিয়ায় এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা প্রায় ৭০। তাৎক্ষণিক ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে দুই লাখ ৬০ হাজার সার্জিকেল মাস্ক বিতরণ করবে অস্ট্রেলিয়া।
