ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত হবে না। যথেষ্ট হয়েছে। আর না।  তার উচিত নির্বাচন থেকে সরে যাওয়া। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস। তাকে নিয়ে ২০০৬ সালে আপত্তিকর মন্তব্য করেছিলেন ডনাল্ড ট্রাম্প। লার্নিং অ্যানেক্সে ওই সময় ট্রাম্প বলেছিলেন, ‘কন্ডোলিসা রাইস, তিনি চমৎকার (লাভলি) নারী। কিন্তু আমি মনে করি তিনি দুশ্চরিত্রা (বিচ)’। নিউ ইয়র্ক ডেইলি নিউজ ওই অনুষ্ঠানের রিপোর্ট কভার করেছিল। সেখানে এসব কথা বলা হয়েছে। ডনাল্ড ট্রাম্প শুধু অতটুকুতেই থেমে থাকেন নি। তিনি কন্ডোলিসা রাইস সম্পর্কে আরও বলেছেন, ‘তিনি তিনি অন্য দেশগুলোতে যান। অন্য জাতির কাছে যান। তাদের নেতাদের সঙ্গে সমঝোতা করেন। ফিরে আসেন। কিন্তু কিছুই হয় না’। মঙ্গলবার ট্রাম্পের এসব মন্তব্য প্রথম নতুন করে প্রকাশ করে ডেডস্পিন। এরপর সিএনএনের কে-ফাইল ওইদিন সকালেই ২০০৬ সালে ট্রাম্পের করা ওই মন্তব্য তুলে ধরে। ট্রাম্পের এমন মন্তব্যের কোনো জবাব আছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে কন্ডোলিসা রাইস শুধু লিখেছেন, ‘এক্সাক্টলি। ক্যান্ট ওয়েট আনটিল নভেম্বর ৯!’ অর্থাৎ এর জবাব দিয়ে প্রকৃতপক্ষে আমি ৯ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। ওদিকে গত ৭ই অক্টোবর নারীদের নিয়ে ট্রাম্পের নোংরা মন্তব্যের টেপ প্রকাশ হওয়ার পর কন্ডোলিসা রাইস তার ফেসবুক পেজে ৮ই অক্টোবর লিখেছেন, যথেষ্ট হয়েছে। আর না। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানো উচিত। ডনাল্ড ট্রাম্পের ২০০৬ সালের ওই মন্তব্যের বিষয়ে কথা অবলতে অস্বীকৃতি জানিয়েছে তার প্রচারণা শিবির। তবে ট্রাম্প যে অনুষ্ঠানে কন্ডোলিসা রাইসকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন স্টিভ ফেল্ট। তিনি মঙ্গলবার সিএনএনের কে-ফাইলকে বলেছেন, কন্ডোলিসা রাইসকে নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের কথা তার স্মরণে আছে। স্টিভ ফেল্ট বলেন, ট্রাম্প রাজনীতি নিয়ে দীর্ঘ এক বক্তৃতা করেন। তার মধ্যে প্রায় ১৫ মিনিট তিনি তার রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে কথা বলেছেন। কিন্তু তিনি সেখানে রাজনীতি নিয়ে কথা বলায় অনেক মানুষই অনুষ্ঠান থেকে চলে গিয়েছিল। কারণ, তারা সেখানে রাজনীতি নিয়ে কথা শুনতে গিয়েছিল না। আমি সেখান থেকে প্রায় ৪৫ মিনিট পরে চলে গিয়েছিলাম।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031