আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ ক্ষমতায় আসতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে না ভেবে আরও ১০ বছর পরের নির্বাচন নিয়ে বিএনপিকে ভাবার পরামর্শ দিয়েছেন ।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
হানিফ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে নয়, তাদের জয়ের জন্য ২০২৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তা করতে হবে।’
হানিফ বলেন, খালেদার মনে প্যায়ারে পাকিস্তান। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও বিএনপি দেশটাকে পাকিস্তানের ফেডারেল বানাতে চেয়েছিলেন। এটা দেশের মানুষ ভুলে যায়নি। জিয়া দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল। দেশটাকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠিত করেছিল। এসব ইতিহাস মানুষ ভুলে যায়নি।
বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে টাকা তুলে আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেন হানিফ।
আলোচনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার দুর্নীতিবাজ পুত্র লন্ডনে বসে এখনও দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই অবস্থা থেকে উত্তরণ হয়ে এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।’
সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নিতে হলে শেখ হাসিনার অধীনেই আসতে হবে। আর সে নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই জয়ী করবে।
