দুর্নীতি দমন কমিশনের (দদুক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের অনুলিপি আজ সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের হাতে তুলে দেয়া হবে। রাজধানীর বকশী বাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ জজ আদালত ৫ এর বেঞ্চ সহকারী মোহাম্মদ মোকাররম হোসেন এ তথ্য জানান।
আদালত সূত্র জানায়, রায় মোট ৬৩২ পৃষ্ঠার। এটি অনুলিপির (সার্টিফায়েড কপি) পর দলিলের (কার্টিজ পেপার) কাগজে প্রিন্ট হয়ে পৃষ্ঠার সংখ্যা হয়েছে ১১৬৮। প্রতিটা পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষরের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হবে আজ দুপুরের পর। বিচারকের তত্ত্বাবধানে ৩-৪ জন কর্মকর্তা-কর্মচারী পুরোদমে কাজ করছেন।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদ- দেন আদালত।
রায়ের অনুলিপি না পাওয়ায় তার আইনজীবীরা জামিন আবেদন করতে পারছিলেন না।
