আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাচ্ছেন । বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছাবেন এবং চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেবেন বলে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। মানবজমিনকে তিনি বলেন, সকাল ১১টায় তিনি(খালেদা জিয়া) আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আদালতে যাবেন।
মামলা দু’টির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্য, আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য দিন ধার্য রয়েছে।
গত ১৯শে অক্টোবর খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে ঘণ্টাব্যাপী বক্তব্য দেন। এরপর গত ২৬শে অক্টোবর এবং ২রা নভেম্বরও বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি। এর আগে গত ১২ই অক্টোবর মামলা দু’টিতে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
