খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন  রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দেয়া বক্তব্যকে ‘মিথ্যা’ প্রমাণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন, পার আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার যা করছে তাকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, ক্ষমতা ছাড়লে আওয়ামী লীগকে এর জন্য জবাবদিহি করতে হবে।

শনিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গত বুধবার রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সেখানে তিনি অভিযোগ করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে এবং পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। বিএনপিসহ বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগ ও সমালোচনার জবাব দিতে শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন বা পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এর সপক্ষে তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরেন। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপিসহ বিরোধীরা রামপালের বিরোধিতা করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেন বিএনপি নেত্রী। তিনি দাবি করেন, বিএনপির ব্যাপারে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন।

খালেদা জিয়া বলেন, ‘আমরাও বিদ্যুৎকেন্দ্রের পক্ষে। তবে তা সুন্দরবনের পাশে হওয়ার বিপক্ষে।’ সুন্দরবনকে রক্ষার স্বার্থেই বিএনপি এই বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছে বলেও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক জঙ্গি হত্যার ঘটনা সাজানো নাটক বলে মন্তব্য করেন খালেদা জিয়া। বলেন, জঙ্গি ধরে ধরে হত্যা করে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, বাংলাদেশে এখন কোনো ধর্মের মানুষই আর নিরাপদ নয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031