প্রতিহিংসাপরায়ণ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায় মামলায় কারাবন্দি করে রেখেছে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুল বলেছেন। এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আপনার একটি ভোট দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করবে। তার মুক্তির জন্য খুলনা সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের শুধু ভোট কেন্দ্রে গেলেই চলবে না। ভোটের বাক্সকে নিরাপদ রাখতে ও ফলাফল বুঝে নিতে কেন্দ্র পাহারায় থাকতে হবে।

যেন ভোট ডাকাতরা ফলাফল ডাকাতি করে নিতে না পারে। রকিবুল ইসলাম বকুল শনিবার সকাল থেকে নগরীর ফুলবাড়িগেট, বাজার, কুয়েট রোড ও সংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে পথ সভায় বক্তৃতায় এ আহবান জানান। তিনি আগামী ১৫ই মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পথসভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী মেহিবুল ইসলাম মেহিম বক্তব্য রাখেন। এ সময় খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর থানা বিএনপি এবং মহানগর ছাত্রদল-যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031