বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আন্দোলনের মাধ্যমেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, যার কারণে মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে রাজপথে জোরদার আন্দোলন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, শক্তিশালী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তবে সে আন্দোলন হতে হবে সঠিক সময়ে।
পৃথিবীতে কোনো স্বৈরাচার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি। তাই স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করার জন্য চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনকে ক্রমান্বয়ে জোরদার করে সঠিক সময়ে চূড়ান্ত রূপ দিতে হবে। নোমান বলেন, জিয়াউর রহমান বলতেন প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ। ছাত্রদলের নেতাকর্মীদের প্রশিক্ষিত হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠন শক্তিশালী করতে পারলেই আন্দোলনের সফলতা আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষকদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এমএ হালিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি এমএ সবুর, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, এসকে খোদা তোতন, জসীম উদ্দিন শিকদারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও সাংগাঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
