ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নয়, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না-এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন।  দীপু মনি বলেন, ওবায়দুল কাদের অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। সাধারণ বিএনপির অন্যান্যরাও যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যায়। কিন্তু খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যাক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তার যে অসুস্থতা, সেই অসুস্থতার যদি ভাল চিকিৎসা দেশে না হত, তাহলে তাকে আদালতের নির্দেশেই বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।

আজ সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031