বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়েছেন । আজ রোববার বেলা ১২টার দিকে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।
খালেদা জিয়াকে বরণ করতে দক্ষিণ চট্টগ্রাম সেজেছে বর্ণিল সাজে। টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের (আরাকান রোড) দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। খালেদার আগমণকে উপলক্ষ্য করে আগে থেকেই ফুলে ফুলে সাজানো হয়েছে চট্টগ্রাম দক্ষিণ মহানগরীর সড়কগুলো। শুধু তাই নয়, দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে হলুদ শাড়ির সাজগোজে হাজির হয়েছেন মহিলা দলের নেতাকর্মীরা।
পাশাপাশি রয়েছে ব্যান্ড বাদ্য ও সাজানো হাতির বিচরণ। এছাড়াও রয়েছে বেগম জিয়া, জিয়াউর রহমান ও তারেক জিয়ার বড় বড় ছবি। ভিন্ন ধরণের এ সাজে খালেদা জিয়াকে বরণ করার এ আয়োজন করেছেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম।
এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম মহনগরের কাজীর দেওড়ী, নিউমার্কেট, ফিরিঙ্গি বাজার থেকে কর্ণফুলী নতুন ব্রীজ পর্যন্ত মানব ঢাল তৈরি করেছে বিএনপি নেতাকর্মীরা। কর্ণফুলী নতুন ব্রিজের উত্তর পাশে নগর বিএনপির সভাপতি ডা. শাহদাৎ হোসেন ও শামসুল আলমেল সমর্থক, কর্ণফুলী ব্রীজের উপর লিয়াকত আলীর সমর্থক, মইজ্জার টেকে সাবেক এমপি সরয়ার জামাল নিজামের সমর্থক, ত্রিমোহনীতে মুসা মাহমুদের সমর্থকরা অবস্থান নেন।
এছাড়া শান্তির হাটের সাবেক এমপি কাজী শাহজাহান জুয়েলের সমর্থক, মনেশ্বর টেকে সাবেক মন্ত্রী মোর্শেদ খান বিএনপি নেতা এরশাদুল্লাহর সমর্থক. পটিয়া সদরের ইদ্রিস মিয়ার সমর্থকরা রাস্তার দুপাশে অবস্থান নিতে দেখা যায়।
এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম মহনগরের কাজীর দেওড়ী, নিউমার্কেট, ফিরিঙ্গি বাজার থেকে কর্ণফুলী নতুন ব্রীজ পর্যন্ত মানব ঢাল তৈরি করেছে বিএনপি নেতাকর্মীরা। কর্ণফুলী নতুন ব্রিজের উত্তর পাশে নগর বিএনপির সভাপতি ডা. শাহদাৎ হোসেন ও শামসুল আলমেল সমর্থক, কর্ণফুলী ব্রীজের উপর লিয়াকত আলীর সমর্থক, মইজ্জার টেকে সাবেক এমপি সরয়ার জামাল নিজামের সমর্থক, ত্রিমোহনীতে মুসা মাহমুদের সমর্থকরা অবস্থান নেন।
এছাড়া শান্তির হাটের সাবেক এমপি কাজী শাহজাহান জুয়েলের সমর্থক, মনেশ্বর টেকে সাবেক মন্ত্রী মোর্শেদ খান বিএনপি নেতা এরশাদুল্লাহর সমর্থক. পটিয়া সদরের ইদ্রিস মিয়ার সমর্থকরা রাস্তার দুপাশে অবস্থান নিতে দেখা যায়।
