বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সফরে যাচ্ছেন । আগামী ৫ই ফেব্রুয়ারি সোমবার সকালে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, এদিন সড়ক পথে ভৈরব হয়ে সিলেটে যাবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে যাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। সব কিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির উপর।
৫ই ফেব্রুয়ারি সিলেট গিয়ে ওইদিনই হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন বেগম জিয়া। এরপর ওইদিনই তিনি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে সিলেটে বেগম জিয়া কোনো জনসভা করবেন কি না বা করলেও সেটি কোথায় হবে- সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
গত ৩০শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ১লা ফেব্রুয়ারি সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031