আপনারা লিখে রাখুন শেখ হাসিনার অধীনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেনবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন। নির্বাচনে আসা ছাড়া খালেদা জিয়ার আর কোনো পথ খোলা নেই।’

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে নিজ দফতরে এসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন বেলা সাড়ে ১০টার পর সচিবালয়ে আসেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।

তোফায়েল আহমেদ বলেন, চলতি বছর যথাযত মর্যাদায় ও শান্তিপূর্ণভাবে ঈদ পালিত হয়েছে। সারা দেশে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। দু’একটি পণ্য ছাড়া রোজায় বাজার নিয়ন্ত্রণে ছিল। চাল ও চিনির কৃত্রিম সংকট ছিল। চালের দাম ২-৩ টাকা করে কমেছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আমদানি শুল্ক কমানোয় প্রতি কেজি চালের দাম কমবে ৬ টাকা। পুরোটা প্রত্যাহার করলে কমত ৯ টাকা। মিল মালিকরা চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে চাল আসবে। হাওরে বন্যার কারণে এবার কয়েক লাখ টন উৎপাদন কম হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী জানান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031