র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কিশোরগঞ্জ সদর এলাকার ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যার রহস্য উদঘাটন করেছে । এ ঘটনায় চিল্লারত (৪০ দিনের জন্য তাবলীগে যাওয়া) অবস্থায় আত্মগোপনে থাকা হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি পেশায় একজন মুয়াজ্জিন।
মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, সম্প্রতি কিশোরগঞ্জ সদর এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দীনকে হত্যা করে পালিয়ে যান মুয়াজ্জিন জাকির হোসেন। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে চিল্লারত অবস্থায় জাকির হোসেনকে লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
