sadem

ঢাকা : ডোনাল্ড ট্রাম্প ইরাকের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকাল দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী । তিনি বলেন, ‘সাদ্দাম হোসেনকে আমরা একজন খারাপ মানুষ হিসেবেই জানি। ঠিক? কিন্তু তিনি কী করেছিলেন? তিনি সন্ত্রাসীদের হত্যা করেছিলেন। এবং আমার মতে তিনি এটি খুব ভালো কাজ করেছিলেন।’

স্থানীয় সময় মঙ্গলবার রাতে উত্তর ক্যারোলাইনার রালিগে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এ কথা বলেন।

এপি ও সিএনএন জানায়, চলতি শতকের শুরুতে ইরাকে হামলার পক্ষের অন্যতম সরব মুখ ছিলেন তখনকার ধনী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি বিশ্বব্যাপী ধারাবাহিক সন্ত্রাসী হামলার কারণে তিনি তার আগের ধারণা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন। ট্রাম্প এর আগেও স্বীকার করেছেন, ইরাকে হামলা করা ছিল ‘বড় ভুল’।

চলতি বছরে এক নির্বাচনী সভায় ট্রাম্প বলেছিলেন, ‘এখন আইএসের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর অন্যতম লিবিয়া ও ইরাক। এখন যদি লিবিয়ার শাসক গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম জীবিত থাকতেন, তাহলে সন্ত্রাসবাদ এতটা বিস্তৃত হতে পারত না।’

ট্রাম্প বলেন, ‘আমরা যদি সাদ্দাম হোসেন ও গাদ্দাফিকে ক্ষমতায় রাখতাম, তা হলে উভয় দেশই আরো স্থিতিশীল থাকত এবং সন্ত্রাসীরা ওই সব দেশ দখল করতে পারত না।’ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বৈরশাসন দরকার বলেও মনে করেন ট্রাম্প।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031