চারজন নিহত হয়েছেন খুলনার ডুমুরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে । আহত হয়েছেন ২৭ জন।
রবিবার বিকাল ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তার মোড়ে ঘটে এই দুর্ঘটনা। বাসটি ফরিদপুরের ওড়াকান্দি মেলা থেকে সাতক্ষীরা যাচ্ছিল।
নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর এলাকার কৃঞ্চপদ, রাজেদ সরদার, লাল্টু সরদার ও গোলক মন্ডল।
আহতদের মধ্যে বিভিন্ন বয়সের নারী শিশু রয়েছে। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষ কাজ করে বলে জানা গেছে।
