খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে তৈরি একটি পোড়ামাটির যক্ষিণী মূর্তি ফেরত পেতে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র থেকে । খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

একই সঙ্গে দশম শতাব্দীর কুবেরা ও নবম শতাব্দীর লাল পাথরে তৈরি নৃত্যরত গণেশের মূর্তিও ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রাচীন ১০৫টি শিল্পকর্ম ফেরত আনা প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলো ফেরত পাচ্ছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র সফরকালে ঘোষণা দেন, ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রাচীন শিল্পকর্মগুলো ফেরত পাওয়া যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্স আনকাভারড ও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) গত ১৪ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরের ক্যাটালগে অন্তত ৭৭টি প্রাচীন শিল্পকর্ম রয়েছে যা সুভাষ কাপুরের মাধ্যমে পাওয়া।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সুভাষ কাপুরের বিরুদ্ধে ১০ কোটি ডলারেরও বেশি পরিমাণ শিল্পকর্ম পাচারচক্র পরিচালনার অভিযোগ রয়েছে।

তবে নিউইয়র্কের মেট্রোপলিটন জাদুঘর গত মাসে জানায়, তারা ১৬টি প্রাচীন শিল্পকর্ম এরই মধ্যে ভারতকে ফেরত দিয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031