প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যান তিনি। গওহর রিজভী সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এদিকে গতকাল সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের বেশ ক’জন কর্মকর্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সকাল ৯টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২রা অক্টোবর থেকে আগামী ১লা নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন। তিনি ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে ছুটি অবহিতকরণ আবেদনে উল্লেখ করেছেন। ইতিমধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিএনপি নেতারা বলছেন, সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। তাকে গৃহবন্দি করা হয়েছে। অন্যদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বলছেন, কারও অসুস্থতা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এরই মধ্যে প্রধান বিচারপতির বর্তমান অবস্থা জানতে বৃহস্পতিবার আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার কাছে আবেদন করেন সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ। এ সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমি নিশ্চিত তিনি (প্রধান বিচারপতি) তার বাসাতেই আছেন।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গুলশানস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসে যান। সেখানে তিনি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। ওই দিন দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করে আসেন। এর আগে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিন সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক লক্ষ্মী পূজায় অংশ নিতে যান সুরেন্দ্র কুমার সিনহা। পূজা শেষে হেয়ার রোডে তার বাসভবনে ফিরে আসেন তিনি। প্রধান বিচারপতি কখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে
পারেননি সুুপ্রিম কোর্ট বারের নেতারা
এদিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা। হেয়ার রোডের বাসায় অবস্থানরত ছুটিতে থাকা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গতকাল বিকালে নেতারা রওয়ানা হন। তবে, সুপ্রিম কোর্ট থেকে রওয়ানা হয়ে মৎস্য ভবনের সামনে পৌঁছুলে তাদের আটকে দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশি বাধার মুখে আইনজীবী নেতারা ফিরে যান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল প্রধান বিচারপতির সঙ্গে আমরা দেখা করবো। কিন্তু আসার সময় গোয়েন্দা পুলিশ মৎস্য ভবনের সামনে বারের সভাপতি ও সেক্রেটারিকে আটকে দিয়েছে। আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারিনি। এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টে এক বৈঠক শেষে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য রওয়ানা হন আইনজীবী নেতারা। সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ট্রেজারার রফিকুল ইসলাম হিরু, সদস্য আয়েশা আক্তারসহ অন্য নেতৃবৃন্দ এসময় ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
