দেশে গণ-আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন,। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করা যাবে না। কাজেই এখনই গণ-আন্দোলন করে এই তাঁবেদার সরকারকে উৎখাতের মুখ্য সময়। গতকাল (বুধবার) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। মাহমুদুর রহমান বলেন, বর্তমান দখলদার প্রধানমন্ত্রী আমাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার মুখ বন্ধ করতে চায়। কিন্তু যতদিন পর্যন্ত দেশ দিল্লির নিয়ন্ত্রণমুক্ত এবং গণমানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে না, ততদিন পর্যন্ত আমার লড়াই চলবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে গত ৪ঠা এপ্রিল মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. খয়েজ আহম্মদ মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী ও মানহানি মামলা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করেন। এই মামলায় হাইকোর্ট জামিন দিলে তা হাজিরা দিতে গতকাল (বুধবার) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে সাংবাদিক জাহিদ চৌধুরীসহ তার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে তাকে স্বাগত জানান জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, মহিউদ্দিন মানিক ও বকশি জোবায়ের আহমদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভী ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুর রহিম রিপন প্রমুখ।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031