ঈদুল আজহা একদিন পরেই । যে কারণে রাজধানী ঢাকার পথে পথে এখন মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন এসব মানুষ। কিন্তু পথে নেমে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। রাজধানীতে এখন গণপরিবহনের সংকট দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর আসাদগেট, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, শাহবাগে যানবাহনের তীব্র সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যাত্রীবাহী বাস পাওয়া যাচ্ছে না। যারা ঢাকায় ঈদ করবেন তারা ঘর থেকে বেরিয়ে পড়ছেন চরম বিপাকে। গণপরিবহন কম থাকায় মানুষের চাপে পিকআপেও যাত্রী বহন করতে দেখা যাচ্ছে।

ভোগান্তির এখানেই শেষ নয়। প্রতিটা বাসেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। গন্তব্য যেখানেই হোক, বাসে উঠলেই গুণতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। ১০ টাকার ভাড়া ১০০ টাকা কেন- জানতে চাইলে বাসের হেলপার বললেন, ‘গাড়ি নাই তো আর ঈদের আগে, তাই একটু বাড়ায়া নিতাছি’।

এদিকে, গণপরিবহনের ঘাটতির সুযোগে দৌরাত্ম্য বেড়েছে সিএনজি অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের। শ্যামলী থেকে এক যাত্রী যাবেন স্কয়ার হাসপাতালে। বাস সংকট দেখে দামদর করছেন এক মোটরসাইকেল চালকের সঙ্গে। ওই বাইকার ভাড়া চাইছেন ২০০ টাকা। বাইকে নিয়মিত ভাড়া যেখানে ১০০ টাকা থেকে ১২০ টাকা। উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকেই। নারী-শিশু ও বয়স্করা এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031