করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় । এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ১৪৮জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৫টি নমুনা সংগ্রহ এবং ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪০ দশমিক ৭৩ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৮ জন। শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৪৯ জন। এই বিভাগে শনাক্তের হার ৩০ দশমিক শূন্য ২ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৮ দশমিক ২৮ শতাংশ। মারা গেছে ২২ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৭ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৬৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৯৩ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৩৬ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৩০ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৯৪ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৪ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯৯ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্তের সংখ্যা ৭৪৫ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৫৬ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৩৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৯৭ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৬২ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্তের সংখ্যা ৫৩৫ জন। শনাক্তের হার ৪০ দশমিক শূন্য ১ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৫৮৪ জন। শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031