গভীর রাতে নৈশ্যকোচের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দিনাজপুরের কাহারোল উপজেলায়।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরেরহাটের ডহন্ডা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী। তিনি জানান, রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচের সঙ্গে বীরগঞ্জ উপজেলা থেকে আসা কাহারোলগামী একটি যাত্রীবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৈশাকু এবং গকুল নামে দুইজন নিহত হয়। আহত হয় ছয়জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা শুভ নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন রাধা কান্ত, নৃপেন, রাম প্রসাদ, ইশু কান্ড এবং বীরেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
