স্পেনের বার্সেলোনা শহরের পাশে ক্যানজ্যাম পার্কে একটি গানের আসরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটি থেকে লাগা ওই আগুন মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় গানের আসরটি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইউনাইট ফেস্টিভ্যালের ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২৯শে জুলাই রাতে হঠাৎ অগ্নিকাণ্ড ২২ হাজার দর্শকের ওই গানের আসর মুহূর্তেই ল-ভ- হয়ে যায়। স্পেনের বিভিন্ন স্থান থেকে আসা সেসব দর্শক-শ্রোতার মাঝে আতঙ্ক বিরাজ করে। আয়োজক সংস্থার ওয়েবসাইট আরো জানিয়েছে, অগ্নিকা-ের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গে সবাইকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা। এ গানের উৎসবে জনপ্রিয় ডিজে স্টিভ আউকির অংশ নেয়ার কথা কথা থাকলেও তা আর হয়নি। এদিকে এই অগ্নিকা-ের খবর ও তার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সে সঙ্গে এমন অগ্নিকা-ের ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
