পুলিশ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ২২ টি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্বে ছিল বলে জানিয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সিটিটিসি ইউনিটের একটি দল টাঙ্গাইলের এলেংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে গান্ধীকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলেন মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গান্ধী জানায়-সে নব্য জেএমবি’র একজন শীর্ষ নেতা । এছাড়া সে জেএমবির প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উত্তরবঙ্গের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল।

সম্প্রতি উত্তরবঙ্গে শিয়া মসজিদে হামলা, হিন্দু পুরোহিত, খ্রিষ্টান ধর্মাবলম্বী ও বিদেশি হত্যাসহ মোট ২২ টি হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নে গান্ধী নেতৃত্ব দিয়েছে বলেও জানান মনিরুল। এর মধ্যে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা, টাঙ্গাইলের দর্জি নিখিল হত্যা, পাবনার পূরোহিত নিত্তারঞ্জন পান্ডে হত্যা, রংপুরের মাজারের খাদেম রহমত আলী হত্যা, কুষ্টিয়ার হোমিও ডাক্তার সানাউর হত্যা, পঞ্চগড়ের পুরোহিত যুগেস্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড অন্যতম।

মনিরুল বলেন, তামিম চৌধুরী ও নুরুল ইসলাম মারজানের সাথে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনায় গান্ধী সরাসরি জড়িত ছিল। গুলশান হামলায় অংশগ্রহণকারী খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন ও শফিকুল ইসলাম উজ্জল ওরফে বিকাশকে নব্য জেএমবিতে সে রিক্রুট করে। এবং গুলশান হামলার জন্য নির্বাচিত করে ঢাকায় পাঠায়। পরবর্তীতে গুলশান হামলার জন্য অপারেশনাল হাউস হিসেবে ব্যবহৃত বসুন্ধরার বাসায় এক সপ্তাহ অবস্থান করে অংশগ্রহণকারী দলের সবাইকে সে হামলায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করে। এছাড়া শোলাকিয়া হামলায় জড়িত শফিউল ইসলাম ওরফে ডনকেও গান্ধীই হামলার জন্য প্রস্তুত করে এবং তামিমের কাছে হস্তান্তর করে।

সিটিটিসি প্রধান জানান, নব্য জেএমবিতে যোগদানের আগে গান্ধী জেএমবির শূরা সদস্য ডাঃ নজরুল ইসলামের সহযোগী ছিল। গুলশান হামলার পর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে থাকে। মনিরুল বলেন, গান্ধীর দেয়া তথ্য যাচাই বাছাই চলছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031