সড়ক যোগাযোগ পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে । রাজধানীতেও কোন বাস চলছে না। মহাসড়কেও বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে অফিসগামী মানুষ আর এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিলো চরমে। ঢাকার গাবতলী এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পরিবহন শ্রমিকদের। এসময় একজন শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বেশ কয়েকজন শ্রমিক আহতও হন। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল করতে পারছে না। সকালে পুলিশের সঙ্গে চলাকালে বৈশাখী পরিবহনের কর্মী শাহ আলম আহত হন। তাকে প্রথমে একটি ক্লিনিকে পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে আকস্মিক এই পরিবহন ধর্মঘট শুরু হয়। মঙ্গলবার রাতের সংঘর্ষের পর বুধবার সকালেই গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। শ্রমিকরা গাবতলীর আন্ডারপাস পেরিয়ে মসজিদের কাছাকছি অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
