গার্মেন্টকর্মীরা করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা ও ঝুঁকি নিয়ে আবারো নিজেদের কর্মস্থল ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন জায়গায় ফিরতে শুরু করেছেন । পরিবহনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের। অনেকে আবার বাড়তি ভাড়া দিয়ে মাইক্রোবাস, সিএনজি, মিনি ট্রাক ও মোটরসাইকেলে করে যাচ্ছে।

সরেজমিনে শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে এ দৃশ্য।

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার গত মাসে সাধারণ ছুটি ঘোষণা করলে গার্মেন্টকর্মীরা কর্মস্থল ছেড়ে বাড়ি চলে আসে। তবে করোনার ঝুঁকির মধ্যেই আগামী ২৬ এপ্রিল থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস খোলা রাখার খবরে যার যার কর্মস্থলে ছুটতে শুরু করেছে তারা। এ সুযোগে পরিবহন শ্রমিকরা কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ শ্রমিকদের।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী গার্মেন্টকর্মী জানান, ‘চাকরি বাঁচাতেই কর্মস্থলে ছুটছি। অফিসে না গেলে বেতন ভাতা পাব না। সাথে চাকরিও যাবে। তাই ঝুঁকি নিয়েই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছি।’

নিরাপত্তার স্বার্থে শ্রমিকদের সহায়তা প্রদান করে ছুটি দেয়ার দাবি জানান এ গার্মেন্টস কর্মী।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যেন উত্তরবঙ্গ থেকে কেউ আসতে না পারে সে জন্য গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। তবে এলেঙ্গা ও ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক দিয়ে বহিরাগতদের চলাচল রোধ আমাদের আওতায় নয়।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031